পাবনায় ভেলাবাইচকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
পাবনার সাঁথিয়া উপজেলায় ভেলাবাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জেরে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার তলট বাজারে থেমে থেমে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সাঁথিয়ার ওপর দিয়ে বয়ে যাওয়া ইছামতী নদীতে উপজেলার করমজা ইউনিয়নের পার করমজা গ্রামের রায়হানসহ কয়েকজনের উদ্যোগে একটি ভেলাবাইচের আয়োজন করা হয়।
গত শুক্রবার সেই প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় করমজা গ্রামের একটি ভেলা অংশ নিতে গেলে ত্রুটি দেখিয়ে সেটিকে বাতিল ঘোষণা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই পার করমজা ও করমজা গ্রামের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
এই দ্বন্দ্বের জেরে পার করমজার বাসিন্দা হাসেম স্থানীয় তলট বাজারে গেলে তাকে মারধর করা হয়। এরপরই তলট বাজারে দুই গ্রামের প্রায় ৩০০ থেকে ৪০০ লোকের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে লাঠিসোঁটা ও ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় রাত থেকে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, রোববার সন্ধ্যা থেকে থেমে থেমে সংঘর্ষ হয় এবং পুলিশ কয়েক দফায় সংঘর্ষ থামালেও পরে এটি বড় আকার ধারণ করে। উভয় পক্ষের ১০-১৫ জনের মতো আহত হয়েছে বলে জেনেছি। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পলাশ হোসেন, পাবনা (সদর-সুজানগর-আটঘরিয়া-আতাইকুলা)