আমরা কিছুটা পিছিয়ে আছি : ইসি সচিব
নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চলতি সপ্তাহেই সম্পন্ন করা হবে বলে জানান নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। তিনি জানান, ইসি তার কর্মপরিকল্পনা থেকে কিছুটা পিছিয়ে আছে। তবে সে পিছিয়ে পড়াটা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন কোন কারণ আছে বলে মনে করি না।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ সোমবার (২৭ অক্টোবর) সংবাদ সম্মেলনে আখতার আহমেদ এ তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, বিধিমালায় না থাকায় এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই। যে দলগুলো নিবন্ধন পাওয়ার যোগ্য বিবেচিত হবে, নির্বাচন কমিশন স্ববিবেচনায় তাদের প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। চলতি সপ্তাহে নতুন দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের কাজ সম্পন্ন করা হবে।
প্রতীকের তালিকায় শাপলা না রাখার আইনি ব্যাখ্যা জানতে চাইলে সচিব বলেন, নির্বাচন কমিশন মনে করেছে, এটা তফসিলে রাখার দরকার নাই। এটার ব্যাপারে আইনি ব্যাখ্যা চাইলে আইনজ্ঞকে জিজ্ঞেস করতে হবে। আইনগতভাবে তফসিলে না থাকার কারণে দেওয়া হয় নাই। এখন তফসিলে কেন অন্তর্ভুক্ত করা হয়নি, এটা কমিশন থেকে ভালো বলতে পারবেন।
গণভোটের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নেরে জবাবে সচিব বলেন, গণভোটের ব্যাপারে নির্বাচন কমিশনে এখনো কোনো তথ্য আসেনি। যা আসেনি তা নিয়ে কথা বলা উচিত নয়।
আরও পড়ুন : সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১
কর্মপরিকল্পায় পিছিয়ে থাকার বিষয়ে সচিব বলেন, অত্যন্ত সত্যি কথা যে আমরা কিছুটা পিছিয়ে আছি। তবে সে পিছিয়ে পড়াটা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন কোন কারণ আছে বলে মনে করি না। কেননা যতটুকু সময় আছে আমরা ইনশআল্লাহকভার করে নিতে পারব।
সচিব বলেন, আমরা দুটি বিষয়ে এখন একটু পিছিয়ে আছি। একটা হচ্ছে রাজনৈতিক দলের নিবন্ধন। আরেকটা হচ্ছে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন। যে ২২টি রাজনৈতিক দলকে প্রাথমিকভাবে আমরা মনে করেছি বিবেচনাযোগ্য। তাদের বিষয়ে বাড়তি আরও কিছু তথ্যানুসন্ধানের জন্য আমরা মাঠপর্যায়ে কিছু তথ্য সংগ্রহ করেছি। এই সপ্তাহের ভিতরে আমরা সম্পন্ন করতে পারব। পর্যবেক্ষক সংস্থা শেষে কয়টা দাঁড়াবে এটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। এটাও আমরা চেষ্টা করছি এই সপ্তাহের ভিতরে সম্পন্ন করতে।
জোটের প্রতীক সংক্রান্ত বিএনপির চিঠির বিষয়ে সচিব বলেন, প্রাথমিকভাবে বলা যেতে পারে যে, উপদেষ্টা পরিষদের থেকে যেটা অনুমোদিত হয়ে গেছে, এটা আইন মন্ত্রণালয়ের কাছে প্রাথমিকভাবে আছে। এখন বাকিটা কমিশন চিন্তা করবেন যে, এটা কি করা যেতে পারে।
আরও পড়ুন : নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি হয়নি: ইসি সচিব
রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আগে আরপিও সংশোধন করা হচ্ছে। পরবর্তীতে সংলাপ থেকে প্রস্তাব আসলে আরপিও আবার সংশোধনে করবেন কিনা? জানতে চাইলে সচিব বলেন, এই প্রশ্নের উত্তর একটু টেকনিক্যাল ব্যাপার। আরপিও সংশোধনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনে অনেক দীর্ঘমেয়াদী আলোচনা হয়েছে। কাজেই কোন জায়গায় সাংঘর্ষিক থাকলে নিশ্চয়ই সেভাবেই আলোচনায় আসতো, সেটাই উপস্থাপিত হতো। আমার জানা মতে এখনো পর্যন্ত কোন সাংঘর্ষিক অবস্থা হয়নি। কাজেই এই জিনিসটা অনুমানের ওপরে কথা না বলাটাই ভালো।

নিজস্ব প্রতিবেদক