পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫১৫
প্রতীকী ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট এক হাজার ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার (২৭ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৩৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার ৪৮২ জন।
অভিযান চলাকালে একটি বিদেশি পিস্তল, একটি পুরাতন রিভলবার, দুটি দেশি পাইপগান, একটি একনলা বন্দুক, একটি পাইপগান, ছয় রাউন্ড গুলি, একটি দেশীয় এলজি, একটি পুরাতন মরিচাযুক্ত দেশীয় এলজি, একটি স্টিলের ধারালো চাকু, দুটি সুইচ গিয়ার চাকু, একটি কাঠের বাট যুক্ত কিরিচ ও পাঁচটি কিরিচ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)