‘শফিকুল ইসলাম খান মিল্টন ফাউন্ডেশনের’ উদ্যোগে জুলাইযোদ্ধাদের সম্মাননা
 
‘শফিকুল ইসলাম খান মিল্টন ফাউন্ডেশন’-এর উদ্যোগে জুলাই গণ-আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানী মিরপুরের ১০ নম্বর ফলপট্টিতে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৫ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী শফিকুল ইসলাম খান মিল্টন। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আত্মত্যাগী শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‘২৪ সালের গণ-অভ্যুত্থানে যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়ে শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের জন্য আজকের এই আয়োজন। মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় যে নারকীয় তাণ্ডব হয়েছিল, এ বিষয়ে সবাই অবগত আছেন। এ কারণেই আজকে এখানে এই আয়োজনটি করেছি।’
শফিকুল ইসলাম বলেন, আমরা শহীদ পরিবারের বক্তব্য শুনেছি। আহতদের বক্তব্যও শুনেছি। ঢাকা-১৫ আসনের প্রতিটি ওয়ার্ডে যারা আহত বা শহীদ রয়েছেন, তাদের ‘শফিকুল ইসলাম খান মিল্টন ফাউন্ডেশনের’ উদ্যোগে পর্যায়ক্রমে সম্মাননা জানাব ইনশাআল্লাহ।

 
                   নিজস্ব প্রতিবেদক
                                                  নিজস্ব প্রতিবেদক
               
 
 
 
