নির্বাচনে যেন উপদেষ্টারা অংশ নিতে না পারেন : ইসিকে নুরুল হক নুর
সরকারের উপদেষ্টারা যেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, সে ব্যাপারে নির্বাচন কমিশনকে সচেতন থাকতে হবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
আজ বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান নুরুল হক নুর। সিইসির সঙ্গে বৈঠকেও দলটি উপদেষ্টাদের ভোটে অংশগ্রহণের নিয়ে লিখিতভাবে মতামত জানিয়েছে।
এ বৈঠকে সিইসির সঙ্গে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নুরুল হক নুর বলেন, ‘আগে নিয়মই ছিল, কেয়ারটেকার গভমেন্টের (তত্ত্বাবধায়ক সরকার) সঙ্গে সংশ্লিষ্টরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও এ ধরনের বিধান আছে। অবসর গ্রহণের তিন বছর পার হওয়ার আগে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না।’
ডাকসুর সাবেক এ ভিপি বলেন, ‘সেজন্য, আমরা মনে করি, উপদেষ্টারা কিংবা সরকারের সুবিধাভোগীরা যেন ইমিডিয়েট (ত্রয়োদশ জাতীয় সংসদ) নির্বাচনে অংশ নিতে না পারেন। এ ব্যাপারে ইলেকশন কমিশনকে কনসার্ন থাকতে হবে, নতুবা ইলেকশন প্রশ্নবিদ্ধ হবে।’
এর আগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল সিইসির সঙ্গে বৈঠকে বসেন। সেখানে তারা নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। নুরুল হক নুর জানান, নির্বাচন কমিশনের কাছে তারা কিছু দাবি জানিয়েছেন। সেসব ব্যাপারে ইতোমধ্যে নির্বাচন কমিশন কাজ এগিয়ে নিচ্ছে।
নুরুল হক নুর বলেন, ‘নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আজ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে এসেছিলাম। নির্বাচন কমিশন তাদের কাজের একটি বর্ণনা আমাদের দিয়েছেন। এতে আমরা খুশি। তারা আমাদের প্রত্যাশার চেয়েও কাজ এগিয়ে নিচ্ছেন। আমরা আজ ৯টি ইস্যু নিয়ে এখানে কথা বলেছি। আমরা দেখেছি, ইতোমধ্যে তারা বাস্তবায়নের পথে হাঁটছেন।’

নিজস্ব প্রতিবেদক