ঢাকা-১০ আসনে নির্বাচনি প্রচারণায় বিএনপিনেতা শেখ রবিউল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন জনপ্রিয় টকশো ব্যক্তিত্ব ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। আজ বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর সায়েন্সল্যাবে সিটি কলেজের সামনে থেকে তিনি প্রধান সড়কে বিশাল শোভাযাত্রার নেতৃত্ব দেন।
প্রচারণায় অংশ নেন হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটার। এ সময় এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ; ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে রবিউল আলম রবি বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় স্থানীয়রা জানান, রবিউল আলমের নেতৃত্বে এলাকায় উন্নয়ন হবে। তিনি ছাড়া ঢাকা-১০ আসনে যোগ্য নেতা আর কেউ নেই। এ কারণেই এলাকাবাসী তাকে সংসদে দেখতে চায়।
শোভাযাত্রায় তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা জানান, শেখ রবিউল আলম উন্নয়নমুখী চিন্তাধারা ও তরুণবান্ধব নীতির কারণেই তাকে সমর্থন করছেন।
আশিকুল ইসলাম নামের ছাত্রদলের এক কর্মী জানান, ঢাকা-১০ আসনে সবচেয়ে জনপ্রিয় নেতা হলেন রবিউল আলম রবি। তিনি ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আমরা ঢাকা-১০ আসনে তাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই।
ল্যাবএইড হাসপাতালের বিপরীত পাশে ফুটপাতে চায়ের দোকানদার নাজমুল ইসলাম বলেন, এবার এই আসনে ধানের শীষ পাস করব। তবে রবি ভাইয়ের প্রচারণা বেশি, জনসমর্থন বেশি। শত শত নেতাকর্মীদের নিয়ে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন তিনি। এই এলাকার মানুষ তাকে যোগ্য মনে করে।

                  
                                                  নিজস্ব প্রতিবেদক