সাজু হত্যায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
ঢাকার কেরানীগঞ্জে সাজেদুর রহমান সাজু (২৮) হত্যা মামলায় অনিক হোসেন নামের এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।
আজ বুধবার (২৯ অক্টোবর) ঢাকার বিশেষ জজ-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) ফকির জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহিদুল ইসলাম বলেন, আজ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। কারাদণ্ড শেষে বিচারক আসামিকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানোর আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, ২০১২ সালের ২৩ জানুয়ারি কেরানীগঞ্জের কদমতলীর খোরশেদ আলী সরদার রোডে বুড়ির বাড়ি মসজিদের পাশে ব্যাডমিন্টন খেলছিলেন সাজেদুর রহমান সাজু। এ সময় পূর্বপরিকল্পিতভাবে অনিকসহ সাত-আটজন তাকে গুলি ও কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা সাইদুর রহমান সাঈদ কদমতলী থানায় মামলা করেন।

আদালত প্রতিবেদক