সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের আয়কর নথি জব্দের আদেশ
সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা এবং সংস্থাটির উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ দুদকের পক্ষে আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ।
আ ক ম মোজাম্মেল হকের আবেদনে বলা হয়, মোজাম্মেল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখা এবং তার নামীয় চারটি ব্যাংক হিসাবে সন্দেহজনক অর্থ লেনদেন করে তা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মোজাম্মেল হকের আয়কর নথির স্থায়ী অংশ, বিধিত অংশ ও এ্যাসেসমেন্ট প্রতিবেদন (যদি থাকে) এবং নোটশিটসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি এবং অফিস আদেশের অংশ সংগ্রহপূর্বক পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।

আদালত প্রতিবেদক