৪৮৩ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৮৩ বোতল ফেনসিডিল, মাদক পরিবহণে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-ওয়ারী বিভাগ। আজ সোমবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আশিকুর রহমান আশিক।
ডিএমপির উপকমিশনার জানান, গতকাল রোববার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মেডিকেল এলাকায় অভিযান চালিয়ে আশিককে গ্রেপ্তার করা হয়।
ডিবি-ওয়ারী বিভাগ জানায়, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, মাদক কারবারি কাভার্ড ভ্যানযোগে ফেনসিডিল নিয়ে কুমিল্লা থেকে ঢাকায় আসছে। এই তথ্যের ভিত্তিতে ডিবির একটি টিম যাত্রাবাড়ীর মাতুয়াইল মেডিকেল সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নেয়। দুপুর ২টার দিকে কাভার্ড ভ্যানটি ওই স্থানে পৌঁছালে থামানোর সিগন্যাল দেওয়া হয়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় মো. আশিকুর রহমান আশিককে গ্রেপ্তার করা হয়। পরে কাভার্ড ভ্যানের পেছনের দিক থেকে ৪৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক পরিবহণে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। তবে তার অপর দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেপ্তার আশিকসহ তার সহযোগীরা দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্তবর্তী জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা জব্দ হওয়া ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিজস্ব প্রতিবেদক