চলতি মাস থেকেই বৃষ্টিসহ ১০ শৈত্যপ্রবাহ, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে কমপক্ষে ১০টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে তিনটি হতে পারে তীব্র শৈত্যপ্রবাহ। এর সঙ্গে যোগ হতে পারে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়।
রোববার (২ নভেম্বর) রাতে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এবারের শীত মৌসুমে স্বাভাবিকের চেয়ে ঠান্ডা বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, শৈত্যপ্রবাহের পাশাপাশি কুয়াশা, বৃষ্টিপাত ও তাপমাত্রার ওঠা-নামা দৈনন্দিন জনজীবনকে ব্যাহত করতে পারে, বিশেষ করে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে।
আবহাওয়া অফিস আরও জানায়, নভেম্বর-জানুয়ারিতে দেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া বঙ্গোপসাগরে দুই থেকে চারটি লঘুচাপ তৈরি হতে পারে এবং এর মধ্যে দুটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই সময়কালে দিনের ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে।

এনটিভি অনলাইন ডেস্ক