বাদ পড়লেন ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দীন আলম
          নাজিম উদ্দীন আলম। ফাইল ছবি        
          ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
আজ সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।
তালিকা পর্যবেক্ষণে দেখা যায়, মনোনয়ন তালিকায় নাম নেই ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দীন আলমের। তার আসনে (ভোলা-৪) এবার মনোনয়োন পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দীন আলম এ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

                  
                                                  নিজস্ব প্রতিবেদক