গণসংযোগের সময় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ
চট্টগ্রামে নির্বাচনি গণসংযোগ করার সময় গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনে দলটির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ।
আজ বুধবার (৫ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে নগরের পাঁচলাইশ থানার চালিতাতলী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সরোয়ার নামের আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন।
স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পাওয়ার পর এরশাদ উল্লাহ পাঁচলাইশ হামজারবাগ এলাকায় নির্বাচনি গণসংযোগ করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। এরপর তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। তিনি নেতাকর্মীদের মনোবল শক্ত রাখার এবং ধৈর্য ধরার আহ্বান জানান।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ‘আমরা হাসপাতালে যাচ্ছি। তার শারীরিক অবস্থা সম্পর্কে পরে বিস্তারিত জানাতে পারব।’
এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতিতে সক্রিয়। বর্তমানে তিনি মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, চট্টগ্রাম-৮ আসনে দলীয় প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগ চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘এরশাদ উল্লাহ বায়েজিদ এলাকায় নির্বাচনি প্রচারণায় ছিলেন। ওই সময় কারা গুলি চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম