আক্কেলপুরে বিএনপির মনোনয়ন নিয়ে সংঘর্ষ, আহত ২
জয়পুরহাটের আক্কেলপুরে বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফার সমর্থকরা উপজেলা পরিষদ এলাকায় সমবেত হয়েছিলেন। এ সময় ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী, সাবেক সচিব আব্দুল বারীর সমর্থকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়। এতে গোলাম মোস্তফা গ্রুপের দুইজন সমর্থক আহত হন। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুজন আহত হয়েছেন।’

এস আই পাভেল, জয়পুরহাট (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর)