কুমিল্লা–৬ আসনে মনোনয়ন প্রত্যাশায় রোজা-গণইফতার
কুমিল্লা–৬ (সদর) আসনে বিএনপির মনোনয়ন দাবিকে কেন্দ্র করে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন–উর–রশিদ ইয়াছিনের অনুসারীরা টানা চার দিন ধরে নানা কর্মসূচি পালন করছেন। এর মধ্যে রয়েছে সড়ক অবরোধ, মশাল মিছিল, বিক্ষোভ সমাবেশ, নারীদের সমাবেশ, রোজা, ইফতার ও বিশেষ দোয়া মাহফিল।
দলটির গুলশান কার্যালয় থেকে কুমিল্লা সদর আসনে মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়া হলেও এই মনোনয়ন নিয়ে চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিনের নেতাকর্মীরা অসন্তোষ প্রকাশ করেছেন।
গতকাল বুধবার (৫ নভেম্বর) কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে কয়েক হাজার নারী সমবেত হন। সেখানে আয়োজিত সমাবেশ থেকে কুমিল্লা–৬ (সদর) আসনে হাজী আমিন–উর–রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে ‘বিশেষ নফল রোজা পালনের’ ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিনভর রোজা রেখে কান্দিরপাড়ে গণইফতারের আয়োজন করেন তার অনুসারীরা।
গণইফতার শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে নেতাকর্মীরা জানান, এলাকার উন্নয়ন, শান্তি, সাংগঠনিক ঐক্য ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমিন–উর–রশিদ ইয়াছিনকে প্রার্থী হিসেবে দেখতে চান কুমিল্লার সাধারণ মানুষ। এজন্য তারা আল্লাহর দরবারে দোয়া, ইবাদত ও কর্মসূচির মাধ্যমে বিশেষ প্রার্থনা করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন।

মাহফুজ নান্টু, কুমিল্লা