পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেছেন। আজ শনিবার (৮ নভেম্বর) রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃক আয়োজিত চলমান আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বিশেষ মতবিনিময় সভায় আইজিপি প্রধান অতিথির বক্তৃতায় এ নির্দেশনা দেন।
আইজিপি এই সভায় চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পাদনের জন্য উপস্থিত পুলিশ কর্মকর্তাকে প্রয়োজনীয় কর্মপন্থা নির্ধারণের নির্দেশ দেন। তিনি বলেন, দেশের সার্বিক স্থিতিশীলতা বজায় রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই এখন পুলিশের প্রধান কাজ।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান, অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) স্পেশাল ব্রাঞ্চ মো. গোলাম রসুল, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)