বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বুধবার (১২ নভেম্বর) ভোরে সংঘটিত এই ঘটনায় ব্যাংকের বেশ কিছু আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তবে টাকার ভল্ট অক্ষত রয়েছে।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. কলিম উদ্দিন জানান, রাতে অজ্ঞাত কেউ বাইরে থেকে ব্যাংকের জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগায়। নাইটগার্ড বিষয়টি টের পেয়ে দ্রুত স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও এসে আগুন সম্পূর্ণ নেভান। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।
আরও পড়ুন : ধানমণ্ডিতে বাসে আগুন
বিজয়নগর ফায়ার সার্ভিসের ইনচার্জ ওয়াসি আজাদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। যাওয়ার আগেই স্থানীয়রা আগুন অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন। এতে ব্যাংকের কিছু কাগজপত্র ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকার কোনো ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে।
আরও পড়ুন : রাজধানীর সূত্রাপুরে বাসে আগুন
বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা কেউ দেখেনি। তদন্ত চলছে, ঘটনার সত্যতা উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)