পুলিশ সুপারের বাসভবনে আগুন
মেহেরপুর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সরকারি বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আজ বুধবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে থাকা এয়ার কন্ডিশনের (এসি) শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে বাসভবনে অবস্থানরত পুলিশ সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দ্বিতীয় তলার বেশ কিছু আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী পুড়ে যায়।
মেহেরপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) সাকারিয়া হায়দার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির বৈদ্যুতিক সংযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
আরও পড়ুন : নারী সেনা সেজে প্রতারণা, যুবক গ্রেপ্তার
অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজবাউদ্দিন বলেন, ঘটনার সময় পুলিশ সুপার স্যার অফিসে ছিলেন। বাসায় কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর