‘উন্নয়ন ও সার্বিক পরিকল্পনা’য় নীলফামারীর কিশোরগঞ্জবাসীর মিলনমেলা
‘ঢাকাস্থ নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি’র সদস্য ও শুভানুধ্যায়ীরা মিলিত হয়েছিলেন জাতীয় আর্কাইভ ও গ্রন্থাগারে। গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে সেখানে সবাই ছিলেন প্রাণবন্ত। তারা উপভোগ করেন ‘উত্তরাঞ্চলের উন্নয়ন ও সার্বিক পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠান মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা পর্বে বক্তারা বেকার যুবকদের উন্নয়ন, সমাজে পিছিয়ে পড়া ও আর্থিকভাবে দুর্বল মানুষদের সেচ্ছলতা বৃদ্ধি, উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও অবকাঠামোগত অগ্রগতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন। তারা বলেন, এই মিলনমেলা শুধু পরিচিতি বৃদ্ধি নয়, বরং একে অপরের সাথে উন্নয়নমূলক ভাবনার সেতুবন্ধন গড়ে তুলবে এবং নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে।
দিনব্যাপী আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সকলের মনে আনন্দ ও অনুপ্রেরণা যোগায়। সমিতির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

এনটিভি অনলাইন ডেস্ক