সাভারে পার্কিং করা বাসে আগুন
সাভারে সড়কের পাশে পার্কিং করে রাখা আরও একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) দিনগত রাতে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাসটি হেফাজতে নিয়েছে।
বাসের মালিক জানিয়েছেন, বাসটি সাভারের গেন্ডা থেকে একটি পোশাক কারখানায় শ্রমিকদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো।
রাত ১০টার দিকে সড়কের পাশে বাসটি পার্কিং করে বাসের মধ্যেই চালক ঘুমাতে যান। হঠাৎ বাসের পেছন থেকে আগুনের তাপ আঁচ করতে পেরে চালক চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। খবর পেয়ে পাশেই থাকা সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। তবে ততক্ষণে বাসের পেছনের ৫টি সিট পুড়ে যায়।
বাসে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সাভার মডেল থানা ও হাইওয়ে থানা পুলিশ।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মিনিবাসে আগুন
সাভার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, গেন্ডা এলাকায় বাসে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে বাসে আগুন লেগেছে, তা তদন্তের মাধ্যমে জানা যাবে বলে তিনি জানান।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূলত বাসের পেছনের অংশে অগ্নিকাণ্ড ঘটেছে। কীভাবে বাসে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার (১৭ নভেম্বর)। এই রায়কে কেন্দ্র করে ১৬ ও ১৭ নভেম্বর বাংলাদেশ অচল করার ডাক দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
আরও পড়ুন: মধ্যরাতে রাজধানীতে পার্কিং করা বাসে আগুন
এর আগে রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ায় একটি পিকআপ ভ্যান ও দুটি বাসে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা।

জাহিদুর রহমান