পুরান ঢাকার মামুন হত্যা, চার আসামি পাঁচদিনের রিমান্ডে
পুরান ঢাকায় গুলিতে নিহত তারিক সাইফ মামুন হত্যা মামলায় গ্রেপ্তারদের মধ্যে চার আসামির আরও পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এই আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত চার আসামি হলেন শুটার মো. ফারুক হোসেন ফয়সাল ও রবিন আহম্মেদ পিয়াস এবং তাদের সহযোগী শামীম আহমেদ ও মো. রুবেল। ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক এই রিমান্ডের আদেশ দেন।
এর আগে গত ১২ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অর্থ ভদ্র অস্ত্র মামলায় এই চারজনসহ অপর আসামি ইউসুফের চারদিনের রিমান্ডের আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, গত ১১ নভেম্বর নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ফারুক, রবিন, শামীম ও রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ১২ নভেম্বর ভোরে রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে ইউসুফকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও এক লাখ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়। ওইদিনই অস্ত্র আইনে মামলাটি করা হয়। এদিকে নিহত মামুনের স্ত্রী বিলকিস আক্তার রিপা ১৫ নভেম্বর হত্যাকাণ্ডের মামলাটি দায়ের করেন। গত ১০ নভেম্বর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তারিক সাইফ মামুনকে গুলি করে হত্যা করে ফারুক ও রবিন।

আদালত প্রতিবেদক