পিরোজপুরে বিপুল ইয়াবাসহ আটক ১
পিরোজপুরে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর জামান আটক। ছবি : এনটিভি
পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মিজানুর জামান (৪৮) নামে একজনকে আটক করা হয়। রোববার (১৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। আটক মিজানুর জামান বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী এলাকার বাসিন্দা।
সন্ধ্যা ৭টায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান।
জিয়াউর রহমান জানান, পিরোজপুর সদর থানার ৫ নম্বর ওয়ার্ডের কাপুড়িয়াপট্টি এলাকার আলহামদুলিল্লাহ মার্কেটের পাঁচতলা ভবনের চতুর্থ তলায় অভিযান চালানো হয়। এ সময় আসামি মো. মিজানুর জামানের শয়নকক্ষের ওয়ারড্রবের ভেতর কাপড়ের ব্যাগে প্যাকেটজাত অবস্থায় ২০০ পিস করে মোট ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে মিজানুর জামানকে আটক করে পুলিশ।

রশিদ আল মুনান, পিরোজপুর