সাভার-ধামরাইয়ে দুই বাসে আগুন
ঢাকা-সংলগ্ন সাভার ও ধামরাইয়ে এক রাতে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাতে সাভারের বিরুলিয়া বেড়িবাঁধসংলগ্ন বটতলা এলাকায় ও ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডের কাছে পার্ক করে রাখা বাস দুটিতে আগুন দেওয়া হয়। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশ জানায়, মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এই ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে মামলার রায় আজ সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
পুলিশ আরও জানায়, গতকাল রোববার রাত পৌনে ১১টার দিকে সাভারের বিরুলিয়া বেড়িবাঁধসংলগ্ন বটতলা এলাকায় পার্ক করে রাখা আলিফ পরিবহণের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়।
বাসের মালিক আমজাদ হোসেন জানান, তিনি বাড়িতে খাবার খেতে গিয়ে আগুন লাগানোর খবর পান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে পুরো বাসটাই পুড়ে যায়।
সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ, উপপরিদর্শক (এসআই) মো. আবদুল ওয়াহাব বলেন, পার্ক করা বাসে আগুন দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডের কাছে ডি–লিংক পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তি এসে পার্ক করা বাসের পেছনের জানালা ভেঙে ভেতরে আগুন ধরিয়ে দেয় এবং দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে বাসের ভেতরের অধিকাংশ আসন পুড়ে গেছে।
নৈশপ্রহরী ফারুক বলেন, তিনজন এসে প্রথমে বাসে ইট মারে। পরে আগুন লাগিয়ে দ্রুত চলে যায়।
ধামরাই ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুন লাগাতে গানপাউডার ব্যবহার করা হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, পার্ক করা বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে। ক্ষতিগ্রস্ত বাস মালিক এখনও মামলা করেননি এবং দুর্বৃত্তদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

জাহিদুর রহমান