ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পলাতক সাবেক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে আজ সোমবার (১৭ নভেম্বর)।
এই রায়কে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার সকাল থেকেই ট্রাইব্যুনালের গেটে এমন চিত্র দেখা যায়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা।
সরেজমিনে দেখা যায়, সুপ্রিম কোর্টের চার দিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তায় মোড়ানো হয়েছে। মাজার গেটের সামনে সেনাবাহিনীকে অবস্থান নিতে দেখা যায়। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ও ভেতরে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক