বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাতে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে দলটি। আজ সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের দিকে রাজধানীর গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি শুরু হবে।
বৈঠকে অনলাইনে (ভিডিও কনফারেন্সের মাধ্যমে) যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
দলীয় সূত্র আরও জানায়, চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আগামী দিনের কর্মসূচি ও জাতীয় রাজনীতির বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে আজকের বৈঠকে।

নিজস্ব প্রতিবেদক