শেখ হাসিনার রায়ে তিন শহীদ পরিবারে স্বস্তি
‘শেখ হাসিনার ফাঁসির রায়ে খুশি হয়েছি। তবে আমাদের কলিজার টুকরা কী আর ফিরে আসবে? সব শহীদের বাবা-মা আল্লাহর কাছে বিচার চেয়েছে। সবই আল্লাহর তরফ থেকে হয়েছে। এখন দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে।’
আজ সোমবার (১৭ নভেম্বর) জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন সিরাজগঞ্জের এনায়েতপুরের শহীদ হাফেজ সিয়ামের বাবা গোপরেখী গ্রামের বয়োবৃদ্ধ আব্দুল কুদ্দুস। এ সময় নিজের জীবদ্দশায় রায় কার্যকর দেখতে চান বলেও জানিয়েছেন তিনি।
শহীদ সিয়ামের মা লাকি খাতুন বলেন, সব শহীদের মায়ের বুক ছিঁড়ে যাচ্ছে। সব সময় আল্লাহর কাছে বিচার চাইছি। আমরা তো ছেলে পাবো না। তবে শুনে খুশি হয়েছি। ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে দ্রুত বিচার কার্যকর করতে হবে।
এছাড়া এনায়েতপুর থানা সদরের জুলাই আন্দোলনে শহীদ খুকনী ঝাউপাড়া গ্রামের ইয়াহিয়া ও মাধবপুর মহল্লার কলেজ ছাত্র সিহাব হোসেনের পরিবারের সদস্যরাও শেখ হাসিনার ফাঁসির খবর শুনে খুশি।
এদিকে, শহীদ হাফেজ সিয়াম ফাউন্ডেশনের পরিচালক আব্দুস ছালাম জানান, এ রায় কার্যকর করার মাধ্যমে ক্ষমতার অপব্যবহারকারী রাজনীতিবিদদের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে। নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের দ্বারা জুলাই শহীদ ও আহতদের পরিবার হামলার শিকার হতে পারে। এছাড়া শহীদ সিয়ামকে যারা কবরস্থানে দাফনে বাধা দিয়েছিল, তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

রফিক মোল্লা, সিরাজগঞ্জ (বেলকুচি-চৌহালি)