দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কয়েল কারখানার আগুন
বুধবার গাজীপুরের রাজেন্দ্রপুরে ফিনিক্স কয়েল কারখানায় আগুন লাগে। ছবি : এনটিভি
গাজীপুরের রাজেন্দ্রপুরে ফিনিক্স কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাজেন্দ্রপুরের বাঘের বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
তালহা বিন জসিম জানান, বুধবার দুপুর ১২টা ৫৫ মিনিটে গাজীপুরের রাজেন্দ্রপুরে বাঘের বাজার এলাকায় কেমিক্যাল কারখানায় আগুন লাগার খবর আসে। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়। দীর্ঘ দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এনটিভি অনলাইন ডেস্ক