ভূমিকম্পে ঢাকায় মেডিকেল শিক্ষার্থীসহ ৪ জনের প্রাণহানি, আহত অর্ধশতাধিক
ভূমিকম্পে ঢাকায় এ পর্যন্ত চারজনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক।
আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প হয়।
পুরান ঢাকার বংশাল কসাইটুলি এলাকায় সকাল ১০টা ৩৮ এ ভূমিকম্পে একটি আটতলা ভবনের ছাদের রেলিং ধসে তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন—স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২ তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম (২১), আব্দুর রহিম (৪১) ও মেহরাব হোসেন রিমন (৩০)। বংশাল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আশিস কুমার ঘোষ এনটিভি অনলাইনকে বলেন, একটি ভবনের ছাদের রেলিং ধসে নিচে পড়ে। এতে তিন পথচারী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এছাড়া মুগদা মদিনাবাগে নির্মাণাধীন ভবনের রেলিং ধসে পড়ে ভবনের নিরাপত্তাকর্মী মাকসুদ (৫০) নিহত হয়েছেন। জেলা প্রাশসক মো. রেজাউল করিম এ তথ্য জানান।
জেলা প্রাশসক মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আহত ৫৯ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক