শতবর্ষে মানিকগঞ্জ মডেল হাই স্কুল : স্মৃতির মেলায় হাজারও শিক্ষার্থী
শতবর্ষে আলোর উৎসবে মডেল হাইস্কুলে স্মৃতির রঙ, ভবিষ্যতের স্বপ্ন নিয়ে মানিকগঞ্জের দক্ষিণ সেওতার আকাশ আজ যেন একটু বেশি উজ্জ্বল। শত বছরের পথচলার গর্ব বুকে নিয়ে এক ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান— মানিকগঞ্জ মডেল হাইস্কুল উদযাপন করছে তার শতবর্ষ মহোৎসব।
দিনের শুরুতেই জাতীয় সংগীত আর পতাকা উত্তোলনের মুহূর্তে স্কুলের প্রাচীন ভবনগুলো যেন ফিরে পেল নতুন প্রাণ। তারপর বর্ণাঢ্য শোভাযাত্রা— হাজার স্মৃতি, হাজার মুখ, হাসি আর গর্বের মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার ফিরে এসেছে নিজের জন্মস্থল সেই ক্যাম্পাসে।
সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা— কেউ ফিরেছে শৈশবের ক্লাসরুমে, কেউ ফিরে পেয়েছে হারানো বন্ধু, কেউ খুঁজে পেয়েছে জীবনের প্রথম স্বপ্নের আলো।
শতবর্ষের এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। তিনি শিক্ষার ধারাবাহিক অগ্রযাত্রা ও প্রজন্ম গঠনে এই স্কুলের শতবর্ষের অবদানকে গভীরভাবে স্মরণ করেন।
দিনভর চলছে নানান আয়োজন— সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতি আর প্রজন্মের উচ্ছ্বাসে মুখরিত পুরো ক্যাম্পাস। আর সন্ধ্যায় অপেক্ষা আরও একটি চমক— জনপ্রিয় কণ্ঠশিল্পী নগর বাউল জেমস মঞ্চ মাতাবেন তার সুরে, তার জাদুময় কণ্ঠে। এক শতাব্দীর গৌরব, এক ক্যাম্পাসের গল্প, এক এলাকার প্রাণ— মানিকগঞ্জ মডেল হাইস্কুলের শতবর্ষ যেন হয়ে উঠেছে স্মৃতির প্রদীপ জ্বালানো এক অনন্য উৎসব।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ