নির্বাচনি তহবিলের হিসাব প্রকাশ করলেন ওসমান হাদী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী প্রার্থী হয়েছেন। নির্বাচনি তহবিলের সম্পূর্ণ হিসাব জনসাধারণের জন্য প্রকাশ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।
রোববার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ওসমান হাদী গত ৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত (মোট ২৩ দিন) নির্বাচনি তহবিলের আয়-ব্যয়ের বিস্তারিত আপডেট প্রকাশ করেন।
হিসাব অনুযায়ী, এই ২৩ দিনে ওসমান হাদী বিভিন্ন মাধ্যমে মোট ১৫ লাখ ৪০ হাজার ৪১২ টাকা অনুদান পেয়েছেন। এর মধ্যে ব্যাংকে ১৩ লাখ ৩১ হাজার ৫৫৭ টাকা, বিকাশে এক লাখ ৯৮ হাজার ৯৮৯ টাকা, নগদে ৬০২৮ টাকা, রকেটে ৩ হাজার ৮৩৮ টাকা জমা হয়েছে।
ওই ফেসবুক পোস্টে ওসমান হাদী জানান, নির্বাচন শেষ হওয়ার পর অনুদানদাতাদের গোপনীয়তা রক্ষা করেই ব্যাংক স্টেটমেন্টসহ সব অনুদানের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা হবে। একইসঙ্গে যারা এখনও তার প্রচারণায় সহযোগিতা করতে চান, তাদের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে অনুদান পাঠানোরও আহ্বান জানান তিনি।

এনটিভি অনলাইন ডেস্ক