শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতিতে প্রধান উপদেষ্টার শোক
শ্রীলঙ্কায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’-এর কারণে সৃষ্ট মানবিক বিপর্যয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এক প্রেস বার্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কার জনগণের প্রতি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
ড. ইউনূস তাঁর বার্তায় বলেন, “আমরা শ্রীলঙ্কায় এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা এই কঠিন সময়ে তাঁদের পাশে আছি।”
তিনি আশা প্রকাশ করেন যে শ্রীলঙ্কা দ্রুত এই মানবিক সংকট কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে এবং আহত ব্যক্তিরা শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।
প্রধান উপদেষ্টা এই কঠিন পরিস্থিতিতে শ্রীলঙ্কার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, বন্যা ব্যবস্থাপনা, উদ্ধার অভিযান, চিকিৎসা সহযোগিতা সহ যেকোনও ধরনের মানবিক প্রয়োজনে সহায়তা করার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে।
ড. মুহাম্মদ ইউনূসের এই তাৎক্ষণিক শোকবার্তা এবং মানবিক সহায়তার অঙ্গীকার দুই প্রতিবেশি দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহায়তার বার্তাকে আরও শক্তিশালী করল।

এনটিভি অনলাইন ডেস্ক