চট্টগ্রামে ৪.৯ মাত্রার ভূমিকম্প
বৃহত্তর চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দিনগত রাত ১২টা ৫৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯। এর উৎপত্তিস্থল মিয়ানমারের (বার্মা) উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ফালামের ৮১ কিলোমিটার পূর্বে। ভূমিকম্পটির উৎপত্তি ১০৬ দশমিক ৮ কিলোমিটার গভীরে।
এর আগে গত শুক্রবার (২১ নভেম্বর) সকাল থেকে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল পর্যন্ত পাঁচবার ভূমিকম্প অনুভূত হয়।
আরও পড়ুন: ৭ দিন আগেই ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারে কুনো ব্যাঙ
গত শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। এতে বহু ভবনে ফাটল ধরে ও ১০ জনের প্রাণহানি ঘটে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়।
এরপর শনিবার (২২ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট ছোট তিনটি ভূমিকম্প অনুভূত হয়। প্রথমটি সকাল ১০টা ৩৬ মিনিটে অনুভূত হয়। যার মাত্রা ছিল ৩ দশমিক ৩ মাত্রা। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলায়।
আরও পড়ুন: ভূমিকম্পে মেট্রোরেলের ফিজিক্যাল কোনো ক্ষতি হয়নি : ডিএমটিসিএল
এছাড়া একই দিন সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ড একটি এবং সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে আরেকটি কম্পন অনুভূত হয়। মাত্র এক সেকেন্ডের ব্যবধানে এই দুটি কম্পন অনুভূত হয়। প্রথমটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৭ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাড্ডায়। আর ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে।
গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে দেশে ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে। ইএমএসসি জানায়, ভূমিকম্পের মাত্রা রিকটার স্কেলে ৩.৬। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল।

নিজস্ব প্রতিবেদক