দেশের উত্তরাঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা
দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে দিনদিন বাড়ছে শীতের তীব্রতা। ভোররাত থেকে সকাল পর্যন্ত হিমেল হাওয়া আর উচ্চ আর্দ্রতার প্রভাবে পুরো জেলাগুলোতে শীত এখন প্রকটভাবে অনুভূত হচ্ছে। গত কয়েকদিন ধরে দিন-রাতের তাপমাত্রায় বড় ধরনের তারতম্যের কারণে শীত আরও জেঁকে বসেছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ৬টায় দিনাজপুর আবহাওয়া অফিস ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এরপর সকাল ৯টায় চূড়ান্ত তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস।
শীতের প্রভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে খানসামা, বীরগঞ্জ, গোবিন্দপুর ও আশপাশের গ্রামাঞ্চলে। ভোররাত থেকেই বইছে কনকনে ঠান্ডা হাওয়া।
স্থানীয়রা বলছেন, কয়েকদিন ধরে শীতের দাপট হঠাৎ বেড়ে গেছে, ফলে নিয়মিত কাজেও ভোগান্তি বাড়ছে।
আরও পড়ুন : শীতের দাপট শুরু, তাপমাত্রার পারদ ১২ ডিগ্রিতে
জাহাঙ্গীরপুরের দিনমজুর নয়ন ইসলাম বলেন, ‘সব হলে মাঠে নামতেই কষ্ট হয়। ঠান্ডা যেন হাড় পর্যন্ত ঢুকে যায়।’
ঘাটপার এলাকার ভ্যানচালক আব্দুস সোবহান জানান, ‘হালকা কুয়াশা রয়েছে, কিন্তু ঠান্ডা এত বেশি যে ভ্যান চালানোই কষ্ট। সকালে যাত্রীও পাওয়া যায় না।’
আরও পড়ুন : যে আট অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
দিনাজপুর আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন জানান, গত এক সপ্তাহ ধরে জেলায় শীত বিরাজ করছে। তার মতে, হিমেল বাতাস ও উচ্চ আর্দ্রতার কারণে শীতের অনুভূতি আরও তীব্র হচ্ছে।
দিনে রোদের দেখা মিললেও সকাল-বিকেলে শীতের তীব্রতা পুরোপুরি কাটছে না। ভোররাতের ঠান্ডা বাতাস আর আর্দ্রতার মিলনে আবহাওয়া পুরোপুরি শীতল হয়ে উঠেছে।
এদিকে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের দাপট শুরু হয়েছে। আবহাওয়া পর্যবেক্ষণাগারে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ।
আরও পড়ুন : বৃষ্টি ও ঘূর্ণিঝড় নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
স্থানীয়রা জানিয়েছেন, ভোর থেকে সকাল পর্যন্ত এলাকায় বেশ ঠান্ডার আমেজ থাকলেও রোদ ওঠার সঙ্গে সঙ্গে চারপাশ ধীরে ধীরে উষ্ণ হয়। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।
জেলা ঘুরে দেখা গেছে, ফসলি জমি ও ঘাসের ডগায় শিশিরবিন্দু জমে আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিমেল হাওয়া বইছে। বিকেল গড়ালেই তাপমাত্রা কমতে শুরু করে ও মধ্যরাতের পর শীতের তীব্রতা বাড়ে। ঘন কুয়াশার কারণে ভোরবেলায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, গত সপ্তাহজুড়ে জেলার তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করেছে। গত কয়েকদিন তাপমাত্রার পারদ ছিল ১৩ ডিগ্রির ঘরে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, শীত ধীরে ধীরে নামছে। আজ ১২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। তিনি বলেন, ‘সামনে শীত আরও তীব্র হতে পারে এবং শৈত্যপ্রবাহ বইতে শুরু করারও সম্ভাবনা রয়েছে।’

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)