‘অ্যান্টিবায়োটিক ব্যবহারে সমস্যা সমাধানের দায়িত্ব বিশ্ববিদ্যালয়গুলোকে নিতে হবে’
অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের সমস্যার দায় ও সমাধানের দায়িত্ব বিশ্ববিদ্যালয়গুলোকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২৫ উপলক্ষে আজ সোমবার (৮ ডিসেম্বর) ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স রিপোর্ট ২০২৪-২০২৫’ প্রকাশ অনুষ্ঠানে অধ্যাপক শাহিনুল আলম এ কথা বলেন।
অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে গবেষণা, গাইডলাইন প্রণয়ন ও বাস্তবায়নে মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে বিএমইউকে নেতৃত্ব দিতে হবে। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করা অসম্ভব নয়। মনে রাখতে হবে, যেগুলো সমাধান যোগ্য নয় সেগুলোরও উপায় খুঁজে বের করার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। সেই দায়িত্ব পালন করে মানুষকে আশার আলো দেখাতে হবে।
অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ভয়াবহ আকার ধারণ করেছে। জনস্বাস্থ্য সম্পর্কিত এই সমস্যা মোকাবিলায় সকলকেই দেরি না করে এখনই প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে ও তা বাস্তবায়ন করতে হবে।

নিজস্ব প্রতিবেদক