দুই উপদেষ্টা মাহফুজ ও আসিফ মাহমুদ পদত্যাগ করছেন আজ
অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা দুই উপদেষ্টা আজ (১০ ডিসেম্বর) পদত্যাগ করতে যাচ্ছেন। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তাদের পদত্যাগের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তার পদত্যাগের সিদ্ধান্ত জানাতে আজ দুপুরে সচিবালয়ে একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন।
তার পদত্যাগের ঘোষণার আগে থেকেই রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন চলছে যে আসিফ মাহমুদ রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে পারেন। একাধিক সূত্রে জানা গেছে, তিনি আগামী সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে প্রার্থী হতে পারেন।
একই দিনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার কথা রয়েছে মাহফুজ আলমের। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর গঠিত সরকারের তিনি অন্যতম ছাত্র উপদেষ্টা ছিলেন।

এনটিভি অনলাইন ডেস্ক