শরিফ ওসমান হাদির ওপর হামলা দেশের গণতান্ত্রিক উত্তরণে আঘাত
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকে বাংলাদেশের ওপর হামলা হিসেবে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সুপরিকল্পিত অপচেষ্টা।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ১০ তারিখ নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। এর পরদিনই একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীর ওপর হামলা হয়েছে। হামলার ধরন দেখে স্পষ্ট বোঝা যায়, এটি একটি পেশাদার হামলা।
বিএনপির এই নেতা আরও বলেন, সামনে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক থাকবে, মতভিন্নতা থাকবে। তবে সেই বিতর্ক এমন পর্যায়ে যাবে না যাতে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বিনষ্ট হয়। এই ঐক্য অটুট রাখা ও সুদৃঢ় করাই আমাদের অঙ্গীকার।
সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের চেতনা জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা। জনগণের প্রত্যাশা ও জনআকাঙ্ক্ষাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তিকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই—এ ধরনের হামলা চালিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করা যাবে না।

নিজস্ব প্রতিবেদক