ময়মনসিংহ সীমান্ত দিয়ে ফয়সাল পালিয়েছে কিনা নিশ্চিত নয় বিজিবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার আসামি যাতে ভারতে পালাতে না পারে, সেজন্য ময়মনসিংহের ভারতীয় সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নজরদারি বাড়িয়েছে। আসামি ফয়সাল করিম ওরফে দাউদ বিন ফয়সাল যাতে সীমান্ত দিয়ে পালাতে না পারে, সেজন্য ঘটনার পর থেকেই বিজিবি ময়মনসিংহ সেক্টর তৎপর রয়েছে।
ইতোমধ্যে নালিতাবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সন্দেহভাজন মানব পাচারকারী ফিলিপ চিরাংয়ের খোঁজে সীমান্ত এলাকা চষে বেড়াচ্ছে, কারণ সে এই হত্যাচেষ্টার পর আসামিকে ভারতে পালাতে সহায়তা করতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ফিলিপকে আটক করা সম্ভব না হলেও আজ সকালে তার মামা শ্বশুর বেঞ্জামিন চিরাংকে (২৮) আটক করেছে বিজিবি।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকাল এগারোটায় বিজিবি ময়মনসিংহ সেক্টরের ড্রিল শেডে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
আরও পড়ুন : স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা
মোস্তাফিজুর রহমান বলেন, গুলি বর্ষণকারী ময়মনসিংহ সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে গেছে কিনা, তা পুরোপুরি এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। ফিলিপ চিরাংকে আটকের জন্য বিজিবি সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
এছাড়াও, সন্দেহভাজন হিসেবে বারোয়ামারী এলাকা হতে আরেকজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
১২ ডিসেম্বর ঢাকায় ওসমান হাদিরর ওপর গুলি বর্ষণের ঘটনার পর, ওই দিন (শুক্রবার) রাত নয়টার মধ্যে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় ৩৯ বিজিবি সম্ভাব্য পাচারের রুটগুলি চিহ্নিত করে টহল ও চেকপোস্ট বসানো হয় সীমান্তের অধিকাংশ স্থানে।
পরদিন শনিবারে (১৩ ডিসেম্বর) পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ অপারেশনের পরিকল্পনা করা হয়। ঢাকার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডারের নিয়মিত যোগাযোগ ও অপারেশন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। আলোচনার ভিত্তিতে দুইটি স্থানে একসঙ্গে অপারেশনের প্ল্যান করা হয়।
আরও পড়ুন : হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স
সন্দেহভাজন হিসেবে শেরপুরের নালিতাবাড়ীতে অবস্থানরত ফিলিপ চিরাংকে আটকের পরিকল্পনা করা হয়।
পুলিশের আরেকটি টিম হালুয়াঘাট এলাকায় অপারেশন প্ল্যান করে। হালুয়াঘাটে অপারেশনের বিষয়ে বিজিবি কর্তৃক সোর্স ও অন্যান্য বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করেছে।
নালিতাবাড়ীর বারোয়ামারীর এলাকায় বিজিবির নেতৃত্বে ও ঢাকা হতে আগত ও হালুয়াঘাট থানার পুলিশ সদস্যদের সমন্বয়ে অপারেশন পরিচালিত হয়। কিন্তু ফিলিপকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী ডেলটা চিরাং, শ্বশুর ইয়ারসন রংডি ও মানব পাচারকারী লুইস লেংমিঞ্জাকে আটক করে বারোমারী বিওপিতে আনা হয়। সেখানে বিজিবি, পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
এই তিনজন ব্যক্তিকে পরবর্তীতে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আইয়ুব আলী, ময়মনসিংহ