জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের সামনে একটি ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থলে গিয়েছে পুলিশ ও স্থানীয়রা। ছবি : এনটিভি
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দুর্বৃত্তরা ককটেলটি নিক্ষেপ করলে বিকট শব্দে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বেউথাগামী একটি সিএনজি অটোরিকশা থেকে ককটেলটি ছুড়ে মারা হয়। বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। তবে, ঘটনাস্থলে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ