হাদিকে হত্যাচেষ্টা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সালের সহযোগি রিমান্ডে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলকে তিন দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার পরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ আসামিকে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
নথি থেকে জানা গেছে, গতকাল কেরানীগঞ্জ থেকে ফয়সাল করিম মাসুদের বাবা-মাসহ উজ্জ্বলকে গ্রেপ্তার করে র্যাব। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পৃথক আদালতে প্রধান অভিযুক্তের বাবা-মা জবানবন্দি দিচ্ছেন।
এজাহার থেকে জানা গেছে, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা শরীফ ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।

আদালত প্রতিবেদক