চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ে হামলার চেষ্টা, আহত ১০
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ে হামলার চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর জানার পর বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে সহকারী হাইকমিশনার কার্যালয়ের দিকে এগিয়ে যায়।
এসময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় তিন পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছে। শতাধিক টিয়ারসেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ।
শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে প্রতিবাদের আগুন জ্বলে উঠে চট্টগ্রামের বিভিন্ন এলাকায়। চট্টগ্রামের সাথে ঢাকা ও চট্টগ্রামের সাথে কক্সবাজারের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। নগরীর ষোলশহর এলাকায় বিক্ষোভ সমাবেশসহ নানা কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন, এনসিপি, যুবশক্তিসহ বিভিন্ন ছাত্র সংগঠন। পরে খুলশীতে অবস্থিত ভারতীয় হাইকমিশন অভিমুখে কয়েকদফা বিক্ষোভ মিছিল ও সমাবেশের পর রাত একটার দিকে একটি মিছিল থেকে ইট পাটকেল নিক্ষেপের পর পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগে সাবেক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল এর বাসার সামনে আগুন দেয় বিক্ষোভকারীরা। তবে দেশের আইনশৃঙ্খলা ও অপরাধী ধরতে পুলিশ ও বিজিবির ব্যর্থতার দায় তাদের নিতে হবে বলে জানান তারা।
সিএমপির উপ-কমিশনার আমিরুল ইসলাম জানান, চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের সামনে তিন ঘণ্টার বেশী সময় ধরে বিক্ষোভ সমাবেশ হলেও রাত একটার পর হামলার ঘটনা তারা নিয়ন্ত্রণে এনেছেন। তবে কার্যালয়ে কোন ক্ষতি হয়নি।
অপরদিকে নগরীর ষোলশহর সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ সহ বিক্ষোভ মিছিলের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এর আগে সমাবেশে বক্তারা শরিফ ওসমান হাদিকে হত্যাকারী ও ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে ওসমান হাদির মৃত্যুর ঘটনায় আজ শুক্রবার সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া ও কফিন মিছিলের ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম