মরুর দেশ সৌদি আরবে বিরল তুষারপাত
মরুর তপ্ত বালুর দেশ সৌদি আরবে দেখা মিলল এক বিরল ও অভূতপূর্ব দৃশ্যের। দেশটির উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু অংশ এখন তুষারের সাদা চাদরে ঢাকা। বিশেষ করে তাবুক ও হাইল প্রদেশের পাহাড়ি এলাকায় এই সপ্তাহান্তে ব্যাপক তুষারপাত হয়েছে, যা মরুভূমিকে রাতারাতি এক চমৎকার শীতকালীন খেলার মাঠে রূপান্তর করেছে। এই বিরল তুষারপাত উপভোগ করতে ও তুষারের ওপর স্কিইং করতে ঘর থেকে বেরিয়ে এসেছেন হাজারো বাসিন্দা। খবর গালফ নিউজের।
জর্ডান সীমান্তের কাছে জাবাল আল লজ পাহাড়ে তুষারের পুরু স্তর জমে যাওয়ায় সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, পরিবারের সদস্য ও বন্ধুরা মিলে তুষারে ঢাকা পাহাড়ের ঢালে ছবি তুলছেন, ঐতিহ্যবাহী নাচ নাচছেন। কেউ কেউ উন্নত সরঞ্জাম নিয়ে স্কিইং করছেন।
স্থানীয়দের কাছে মরুভূমিতে বরফের দেখা পাওয়া যেমন বিস্ময়কর, তেমনি এই ঐতিহাসিক মুহূর্তটি স্মরণীয় করে রাখতে সবাই মেতেছেন উল্লাসে। জাবাল আল লজ পাহাড়টি এখন পর্যটকদের প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে, যেখানে সব বয়সী মানুষ বরফ নিয়ে খেলায় মেতে উঠেছেন।
সৌদি আরবের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কেবল উত্তর নয়, রিয়াদের উত্তরের আল ঘাট এলাকায়ও হালকা তুষারপাত হয়েছে। মরুপ্রধান এই অঞ্চলে এমন আবহাওয়া অত্যন্ত বিরল। ধারণা করা হচ্ছে গত কয়েক দশকের মধ্যে এটিই প্রথম এ ধরনের ঘটনা।
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র আগেই এই তীব্র শৈত্যপ্রবাহ ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছিল।
আবহাওয়াবিদদের মতে, মধ্যপ্রাচ্য জুড়ে সক্রিয় একটি গভীর নিম্নচাপের প্রভাবে এই তুষারপাত, ভারি বৃষ্টিপাত ও কনকনে ঠান্ডা বাতাস বইছে। এই নিম্নচাপ ব্যবস্থাটি বর্তমানে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, যা আগামী দিনগুলোতে পুরো উপসাগরীয় অঞ্চলের আবহাওয়াকে প্রভাবিত করতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক