Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:১৫, ২২ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৪:১৯, ২২ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:১৫, ২২ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৪:১৯, ২২ ডিসেম্বর ২০২৫
আরও খবর
মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় জামায়াত নেতাকে জরিমানা
‘ভোটের গাড়ির’ প্রচারণা শুরু আজ
দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর আবেদন জমার সময়সীমা বাড়িয়েছে ইসি
নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করে, এমন কর্মকাণ্ড সহ্য করা হবে না : ইসি সানাউল্লাহ

ভোট দিতে পাঁচ লাখ ৭৫ হাজার সরকারি চাকরিজীবী-প্রবাসীর নিবন্ধন

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:১৫, ২২ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৪:১৯, ২২ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:১৫, ২২ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৪:১৯, ২২ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত পাঁচ লাখ ৭৫ হাজার ২৬৯ জন ভোটার নিবন্ধন করেছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন।

এদিকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত মোট পাঁচ লাখ ৭৫ হাজার ২৬৯ জন ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পাঁচ লাখ ৩৮ হাজার ৮০৮ জন পুরুষ ভোটার ও ৩৬ হাজার ৪৫৯ জন নারী ভোটার রয়েছেন।

গত শুক্রবার, শনিবার ও গতকাল রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় মোট ১৫টি দেশের ৭১ হাজার ৯৫৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রবাসী ভোটার নিবন্ধনের বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান।

প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ এক লাখ ৩৮ হাজার ৭০৫ জন নিবন্ধন করেছেন। এছাড়া কাতারে ৫২ হাজার ১০৯ জন, ওমানে ৩৮ হাজার ৯৯ জন, মালয়েশিয়ায় ৩৬ হাজার ৪২৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ২৬ হাজার ৫০০ জন, যুক্তরাষ্ট্রে ২৪ হাজার ৫৫ জন, কুয়েতে ২০ হাজার ১৪৩ জন, যুক্তরাজ্যে ১৮ হাজার ৮৭৫ জন, সিঙ্গাপুরে ১৭ হাজার ৮৮ জন, ইতালিতে ১৩ হাজার ৯৫৪ জন ও কানাডায় ১১ হাজার ২৪৬ জন নিবন্ধন করেছেন।

অপরদিকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেশে অবস্থানরত ৯৩ হাজার ৯৩২ জন বাংলাদেশি ভোটার ইন কান্ট্রি পোস্টাল ভোট, এই ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন।

জেলা অনুযায়ী নিবন্ধন

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে সর্বোচ্চ কুমিল্লা জেলায় ৫৮ হাজার ১৬ জন। এছাড়া ঢাকা জেলায় ৪৯ হাজার ৪২৬ জন, চট্টগ্রামে ৪৮ হাজার ৩৩০ জন, নোয়াখালীতে ৩৩ হাজার ২৯৭ জন, সিলেটে ২৪ হাজার ৭৫ জন ও চাঁদপুর ২২ হাজার ৭৭৩ ভোটার নিবন্ধন করেছেন।

নির্বাচনি আসন অনুযায়ী নিবন্ধন

অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে সর্বোচ্চ ফেনী-৩ আসনে ৯ হাজার তিন জন ভোটার নিবন্ধন করেছেন। এছাড়া চট্টগ্রাম-১৫ আসনে আট হাজার ২৫৫ জন, নোয়াখালী-১ আসনে সাত হাজার ৮৬৮ জন, কুমিল্লা-১০ আসনে সাত হাজার ৭৬৭ জন ও নোয়াখালী-৩ আসনে সাত হাজার ৪০৪ জন ভোটার পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত শুক্রবার, শনিবার ও গতকাল রোববার সন্ধ্যায় মোট ১৫টি দেশের ৭১ হাজার ৯৫৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে বলে আজ সোমবার জানিয়েছেন প্রবাসী ভোটার নিবন্ধনের বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে প্রবাসী বাংলাদেশি ভোটারদের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ শুরু হয়েছে। আগামী ২১ জানুয়ারি বুধবার প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দেবে ইসি। প্রতীক বরাদ্দ সম্পন্ন হলে অ্যাপ-এর মাধ্যমে অথবা নির্বাচন কমিশনের ওয়েব সাইট হতে ভোটারগণ অবগত হবেন।

ভোট প্রদানের জন্য ভোটারগণ ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ-এ লগইন করে সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের তালিকা দেখতে পাবেন ও নির্দেশিকাতে প্রদত্ত পদ্ধতিতে ব্যালট পেপারে প্রতীকের পাশে ফাঁকা ঘরে টিক চিহ্ন কিংবা ক্রস চিহ্ন প্রদান করে করবেন। তিনি বলেন, প্রবাসীদের কেউ যদি (আগে থেকে প্রার্থীর বিষয় নিশ্চিত হয়ে) প্রতীক বরাদ্দের আগে ভোট দেন, তবে সেক্ষেত্রে তার ভোট বাতিল হবে না। তবে নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দ হওয়ার পর, প্রার্থী দেখে ভোট দেবেন প্রবাসীরা।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে। এই তিন দেশের মধ্যে অস্ট্রেলিয়া ৮৯২টি, যুক্তরাজ্যে ৫৭৩টি ও মালয়েশিয়ায় ছয় হাজার ২৪৬টি পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে।

অপরদিকে, শনিবার সন্ধ্যায় মোট সাতটি দেশে পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে। এই সাত দেশের মধ্যে যুক্তরাষ্ট্রে আট হাজার ৪৮০টি, চীনে ৬৮১টি, কুয়েতে এক হাজার ৩১০টি, কাতারে দুই হাজার ৭৩৭টি, সৌদি আরবে সাত হাজার ৩৪৩টি, জাপানে পাঁচ হাজার ৬০০টি ও দক্ষিণ কোরিয়ায় সাত হাজার ৬৮১টি।

এছাড়া গতকাল রোববার সংযুক্ত আরব আমিরাতে এক হাজার ১১৬টি, যুক্তরাষ্ট্রে আট হাজার ৭১৮টি, কানাডায় ৯ হাজার ৪৪৩টি, ইতালিতে পাঁচ হাজার ৬৮৬টি, জার্মানিতে দুই হাজার ১২৬টি ও ফ্রান্সে তিন হাজার ৩২১টি পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ ১৮ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করার জন্য নিবন্ধন করতে বলা হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) এক বার্তায় বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ ১৮ থেকে ২৫ ডিসেম্বরে মধ্যে পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করুন।’

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আইনি হেফাজতে থাকা ভোটারদের ২১ থেকে ২৪ ডিসেম্বর করতে বলেছে নির্বাচন কমিশন।

এ বিষয়ে ইসি বার্তায় বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনি হেফাজতে থাকা ভোটারগণ ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করুন।’

ইসি’র অপর এক বার্তায় বলা হয়েছে, ‘পোস্টাল ব্যালট পেতে হলে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় আপনার অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা প্রদান করুন। 

প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিত জনের ঠিকানা প্রদান করুন। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান ব্যতিরেকে পোস্টাল ব্যালট পেপার ভোটারগণের নিকট প্রেরণ করা সম্ভব হবে না।

নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা তফসিল ঘোষণার পর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

এ বিষয়ে ইসি’র এক বার্তায় বলা হয়, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীগণ, নিজ নির্বাচনি এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে থাকা ভোটারগণকে ইন কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি)-এর মাধ্যমে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ এ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন, সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। 

নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পোস্টাল ভোট বিডি নির্বাচনি হাওয়া ২০২৬

সংশ্লিষ্ট সংবাদ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

১১ ঘন্টা আগে
‘ভোটের গাড়ির’ প্রচারণা শুরু আজ
২১ ডিসেম্বর ২০২৫
নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করে, এমন কর্মকাণ্ড সহ্য করা হবে না : ইসি সানাউল্লাহ
১৮ ডিসেম্বর ২০২৫
ভোট দিতে চার লাখ ৮৫ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার অনুমতি পেল বিএনপি
  2. বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে গঠনমূলক সমালোচনার সুযোগ চান সম্পাদকরা
  3. শুটার ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেন
  4. মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন
  5. হাদির হত্যাকারীর দেশত্যাগের খবর ‘প্রচার কৌশল’ হতে পারে : পুলিশ
  6. বিচারকাজ বিলম্ব করতেই ট্রাইব্যুনালকে বিভ্রান্তের চেষ্টা : তাজুল ইসলাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x