দিনাজপুরে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আজ বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) দুপুর ১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির নেতৃত্বে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় জেলা বিএনপির সহসভাপতি আলহাজ মাহবুব আহমেদ, আলহাজ মো. আবু বকর সিদ্দিক, সাংঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মণ্ডল বকুলসহ বিএনপি, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর সদর আসনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। নেতাকর্মীরা খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন। তারা আশা করছেন বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

ফারুক হোসেন, দিনাজপুর