বিমানবন্দরে মির্জা ফখরুলকে জড়িয়ে ধরলেন তারেক রহমান
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে প্রিয় মাতৃভূমির মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট ‘বিজি ২০২’ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানের সিঁড়ি বেয়ে নিচে নামার পর এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ভিআইপি লাউঞ্জে অপেক্ষমাণ দলের শীর্ষ নেতাদের সঙ্গে কুশল বিনিময়ের সময় আবেগ ধরে রাখতে পারেননি কেউ। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জড়িয়ে ধরেন এবং কোলাকুলি করেন। মহাসচিবের পর একে একে উপস্থিত দলের স্থায়ী কমিটির অন্যান্য সদস্য ও সিনিয়র নেতাদের সঙ্গেও তিনি কোলাকুলি ও কুশল বিনিময় করেন।
১৭ বছর পর দলের প্রধান নেতাকে কাছে পেয়ে বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারেক রহমানও হাসিমুখে হাত নেড়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব দেন। বর্তমানে তিনি বিমানবন্দর থেকে বিশেষ নিরাপত্তায় ৩০০ ফিট সংলগ্ন গণসংবর্ধনা মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন। সেখানে তিনি উপস্থিত লাখো জনতার সামনে দীর্ঘ প্রতীক্ষিত ভাষণ দেবেন।

নিজস্ব প্রতিবেদক