ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত ও নির্বাচন কমিশনে ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা শেষ করে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তিনি রাজধানীর বনানী কবরস্থানে যান।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ছোট ভাইয়ের কবরের পাশে দাঁড়ালেন তারেক রহমান। দুপুর দেড়টার দিকে নির্বাচন ভবন থেকে রওনা হয়ে তিনি বনানীর কবরস্থানে পৌঁছান। সেখানে পৌঁছেই তিনি আরাফাত রহমান কোকোর কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
আরও পড়ুন : ফের শাহাবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ
আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান। সেখান থেকে এরপর দুপুর ১টায় নির্বাচন কমিশনে গিয়ে আঙুলের ছাপ ও বায়োমেট্রিক তথ্য প্রদানের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন। এরপরই তিনি সরাসরি বনানীর কবরস্থানে ছোট ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে তারেক রহমান তখন প্রবাসে থাকায় ছোট ভাইয়ের জানাজা বা দাফনে অংশ নিতে পারেননি।

নিজস্ব প্রতিবেদক