৬ শিক্ষানবিশ এএসপিকে অপসারণ
বিসিএস পুলিশ ক্যাডারের ৪১তম ব্যাচে নিয়োগ পাওয়া ছয়জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অপসারণ করেছে সরকার। আজ রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
অপসারণ হওয়া ছয় কর্মকর্তা হলেন- দেলোয়ার হোসেন, মাহমুদুল হক, ইসহাক হোসেন, মশিউর রহমান, মুহাম্মদ রাকিব আনোয়ার ও সাঈদ করিম মুগ্ধ।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা মোতাবেক তাদের সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। সিভিল সার্ভিস বিধিমালার ৬-এর ২(এ) বিধি অনুযায়ী, কোনো কর্মকর্তা শিক্ষানবিশ থাকাকালে যদি অযোগ্য বিবেচিত হন, তবে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরামর্শ ছাড়াই সরকার সরাসরি তার নিয়োগ বাতিল বা অবসান করতে পারে।
উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ৩ আগস্ট ৪১তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছিল। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে তখন ২ হাজার ৫২০ জনকে নিয়োগের সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সেই ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকেই এই ছয়জনকে সরিয়ে দেওয়া হলো।

এনটিভি অনলাইন ডেস্ক