যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৬ হাজার ৮৯০ টন গম
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গম নিয়ে এমভি এভিটা নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। আজ রোববার (২৮ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে ‘জি টু জি-২’ (সরকার টু সরকার) চুক্তির অধীনে এই গম আমদানি করা হয়েছে। এই চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির পরিকল্পনা রয়েছে, যার প্রথম চালান হিসেবে এই ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গম দেশে পৌঁছাল।
আমদানিকৃত এই গমের মধ্য থেকে ৩৪ হাজার ১৩৪ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৫৬ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে। ইতোমধ্যে জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। ল্যাব টেস্টের ফলাফল পাওয়া মাত্রই দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
এর আগে ‘জি টু জি-১’ চুক্তির আওতায় নির্ধারিত ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি পর্যায়ে নিয়মিত এই গম আমদানি কার্যক্রম পরিচালনা করছে খাদ্য মন্ত্রণালয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)