গ্রিনল্যান্ড পরিকল্পনায় সমর্থন না করলে শুল্কারোপের হুমকি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের ন্যাটো মিত্র ডেনমার্কের ভূখণ্ডের অংশ গ্রিনল্যান্ড দখলে তার পরিকল্পনাকে সমর্থন না করা দেশগুলোর ওপর বাণিজ্য শুল্ক আরোপ করতে পারেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউসে স্বাস্থ্য বিষয়ক এক গোলটেবিল বৈঠকে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডের (অধিগ্রহণ পরিকল্পনার) সঙ্গে যদি দেশগুলো না থাকে, তবে আমি তাদের ওপর শুল্ক আরোপ করতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।
এদিকে, গ্রিনল্যান্ড দখলের হুমকি ইউরোপে যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। ন্যাটোর মূল নীতি হলো—এক সদস্যের ওপর হামলা মানে সবার ওপর হামলা। ট্রাম্পের বক্তব্য সেই ঐক্যের ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছেন অনেকে।
ট্রাম্প দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ না নিলে চীন বা রাশিয়া এই বিশাল আর্কটিক অঞ্চলটি দখলে নিতে পারে। অঞ্চলটি বিপুল পরিমাণ জীবাশ্ম জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে সমৃদ্ধ।
গ্রিনল্যান্ডের প্রায় ৫৭ হাজার বাসিন্দার বেশিরভাগই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে যাওয়ার বিরোধী। গত বছর ডেনমার্কের পত্রিকা বার্লিংস্কের করা এক জরিপে দেখা যায়, ৮৫ শতাংশ বাসিন্দা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে চান না। মাত্র ৬ শতাংশ এর পক্ষে মত দিয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক