খুলনায় মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থীরা
খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে খুলনা-১, ২, ৪, ৫ ও ৬ আসনের এবং আঞ্চলিক নির্বাচনি কার্যালয়ে খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ছবি : এনটিভি
খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে খুলনা-১, ২, ৪, ৫ ও ৬ আসনের এবং আঞ্চলিক নির্বাচনি কার্যালয়ে খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
আজ সোমবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জমশেদ খোন্দকারের কাছে পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেন খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৫ আসনে বিএনপির প্রার্থী আলী আজগার লবি, খুলনা-১ আসনের বিএনপি প্রার্থী আমীর এজাজ খান, খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল, এবং খুলনা-৬ আসনে বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পি।
এ ছাড়া আঞ্চলিক নির্বাচনি কার্যালয়ে রিটার্নিং অফিসার ফয়সল কাদেরের কাছে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম বকুল তার মনোনয়নপত্র জমা দেন।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা