খালেদা জিয়া আগামী প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবেন : ড. কামাল
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী প্রজন্মের অনুকরণীয় হয়ে থাকবেন উল্লেখ করে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ড. কামাল হোসেন।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শোকসন্তপ্ত পরিবার ও দলের নেতাকর্মীদের প্রতি সমবেদনা জানান বাংলাদেশের সংবিধান প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।
গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় ড. কামাল হোসেন বলেন, বেগম খালেদা জিয়া এক দুঃসময়ে দলের হাল ধরেন এবং তাঁর সুযোগ্য নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ ও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়।
ড. কামাল হোসেন আরও বলেন, ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন, তিন জোটের রূপরেখা প্রণয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপসহীন নেতৃত্ব জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশে সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা, জাতীয় নির্বাচনে একাধিক আসনে জয়লাভ এবং প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত, গণতান্ত্রিক আন্দোলনে বহুবার কারাবরণ ও অন্যায়ের সঙ্গে আপস না করার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন, যা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
বিগত সরকারের সময় খালেদা জিয়ার প্রতি যে সীমাহীন জুলুম, নির্যাতন ও তাচ্ছিল্য করা হয়েছে, তা দেশের মানুষ কখনও গ্রহণ করেনি বরং তিনি জনগণের আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে উঠেছেন।
ড. কামাল হোসেন আরও বলেন, তাঁর মৃত্যুতে আমরা একজন দেশপ্রেমিক ও গণতান্ত্রিক অভিভাবককে হারালাম। দেশের ইতিহাসে গণতান্ত্রিক সংগ্রামে তিনি এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন।
ড. কামাল হোসেন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারকে ধৈর্য্য ধারণ ও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

এনটিভি অনলাইন ডেস্ক