‘এতো মাইনষে দোয়া গোইজ্যে, আল্লাহ তাঁরে জান্নাতবাসী গোরিবো’
‘এতো মাইনষে দোয়া গোইজ্যে, ইনশাআল্লাহ আল্লাহ তারে জান্নাতবাসী গোরিবো’- ঠিক এভাবেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথাটি বলছিলেন ফটিকছড়ি থেকে আসা হেলাল উদ্দিন। প্রমিত বাংলায় যা দাঁড়ায়, এতো মানুষ দোয়া করেছে, ইনশাআল্লাহ আল্লাহ তাকে (খালেদা জিয়া) জান্নাতবাসী করবেন।
শুধু হেলাল উদ্দিন নয়, ফটিকছড়ি থেকে অন্তত দুই হাজার বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ এসেছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায়।
আরও পড়ুন : আপসহীন নক্ষত্রের বিদায়
হেলাল উদ্দিন বলেন, আমরা কাল রাতেই রওয়ানা করেছি, ভোর ৭টায় জিয়া উদ্যানের সামনে এসে পৌঁছাই। প্রিয় নেত্রীকে আর দেখা হলো না, তবে সবাই মিলে দোয়া করছি, সারা দেশের মানুষ দোয়া করছে, এতো মানুষ দোয়া করেছে, ইনশাআল্লাহ আল্লাহ তাকে (খালেদা জিয়া) জান্নাতবাসী করবেন।
হেলাল আরও বলেন, আমরা গতকাল তার মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই আল্লাহর কাছে দোয়া করছি, আমাদের ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে কুরআন খতমের আয়োজন করা হয়েছে, মিলাদ আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন : মায়ের পায়ের কাছে সারারাত বসেছিলেন তারেক রহমান
হেলালের মতোই ফটিকছড়ি থেকে আসা মোহাম্মদ রোমানও আসেন জানাজায় অংশ নিতে। সপ্তাহখানেক আগে বাইক থেকে পড়ে হাত ভাঙে তার। ভাঙা হাত নিয়েই দেশনেত্রীর জানাজায় অংশ নিতে এসেছেন তিনি।
রোমান বলেন, আজ চিরবিদায় হবে আমাদের দেশনেত্রীর, আজকের পর থেকে আর কখনো তাকে দেখা হবে না, তাই শেষ দেখার জন্য ওনার এলাম। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

নিজস্ব প্রতিবেদক